ভৌগলিক অবস্থানঃ
আদিতমারী উপজেলাটির অবস্থান ২৫.৫১ ও ২৬.০৩ ডিগ্রী উত্তর অক্ষাংশের মধ্যে এবং ৮৯.১৭ ও ৮৯.২৮ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে। এর উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, পশ্চিমে কালীগঞ্জ উপজেলা ও রংপুর জেলার গংগাচড়া উপজেলা, পূর্বে জেলা সদর, দক্ষিণে তিস্তা নদী ও রংপুরের গংগাচড়া উপজেলা অবস্থিত।
১।আয়তনঃ ১৯৫.০৩ বর্গ কিলোমিটার।
২। জনসংখ্যাঃ ২০৩৭৪২ জন।
৩। ইউনিয়ন সংখ্যাঃ ০৮টি।
৪। মৌজার সংখ্যাঃ ৫৮ টি।
৫। গ্রামেরর সংখ্যাঃ ১২১ টি।
৬। নদ-নদী ঃ ০৩টি(তিস্তা, রত্নাই ও গিরিধারী)
৭। আদিতমারী উপজেলায় সর্বমোট প্রাথমিক বিদ্যালয়ঃ ১২৭ টি
* সরকারি- ৪৩টি
* ১৫০০ বিদ্যালয়- ০৪টি
* ১ম পর্যায়ে জাতীয়করণকৃত- ৭০টি
* ২য় পর্যায়ে জাতীয়করণকৃত- ০৮টি
* ৩য় পর্যায়ে জাতীয়করণকৃত- ০১ টি
* শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়- ০১টি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস